আমি তো আমি আমি আবার কে। ঢাকা থেকে লেখতেছি এতটুকুই যথেষ্ট। এর থেকে বেশি জানার দরকার নেই। আমার সম্প্রর্কে যত কম জানবেন ততই আপনার ভালো। প্রেমে পড়তে পারেন তো। বেয়াদব!! দাড়ান দাড়ান আপনাকে বলিনি। আমাকেই গালি দিলাম। কাকে কি বলতেছ হুম! আদব কায়দা শিখ নাই। এনারা তোমার ফলোয়ার। আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি আরে না তত ভালো ছাত্র না একটা প্রাইভেট ভার্সিটি। EEE তে পরি এখন আমার ৩য় সেমিস্টার চলতেছে। পলিটেকনিক্যাল শেষ করে সোজা ভার্সিটি। তো স্বাভাবিক বাপের টাকায় চলি। তবে সবথেকে বড় পরিচয় হলো আমি বেয়াদব! এটা আমার কথা না সবাই বলে। এমন কি মানুষের সব থেকে মুখ লুকানোর স্থান নিজের মা, তিনিও বলে সেইজন্য আমি বেয়াদব! তাদের চোখে আমি বেয়াদব! আর হবোনা বা কেন। তারা তো মনে করে আমি লিমিটে নাই। মদ, গাজা, হিরোইন, ফ্যানসিডিল, হুইস্কি ইত্যাদি সবই স্বনাদরে গ্রহন করি। আচ্ছা বলুন আপনি যদি যানতে পারেন আপনার আদরের ভাইটা এই সব কিছু সেবন করে। ওহ হ্যা আরো আছে সে আবার প্রেমও করে। আপনি কি করবেন এর থেকেও বেশি কিছু করবেন। বেয়াদব তো কম এর থেকেও নিশ্চই আরো বড় কিছু শাস্তি দিবেন। কিন্তু আমার বাড়ি থেকে সেটা পারে নাই কারণ তারা এত কিছুর প্রমান দিতে পারে নাই। ভাবতেছেন যে, প্রমান আবার দিতে হবে নাকি? হুম আমার ক্ষেত্রে তাই। তাহলে আমি কি কিছু করি না। তা একেবারেই ঠিক না। আমি শুধু সিগারেট সেবন করি তবে খুব একটা কম না। দিনে....দু থেকে একটা। তবে কেন খাই জানেন। আপনার না জানারেই কথা। তবে এই প্রশ্নটা আমাকে কেউ কখনো জিঞ্জাসা করে নাই। তুমি কেন সবার চোখে এত বেয়াদব! নিজেরও কখন এই প্রশ্নটা জাগে নি। আমি জানি আমি কেন বেয়াদব! আমি আমার মতই ভালোবাসি, নিজেকে নিজের মত রাখতে বেশি পছন্দ করি। কেউ তার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবে সেটা মানতে রাজি নই। যে ছেলেটা পরিক্ষার দিন পড়াশুনা না করে পরিক্ষা দিতে যায় তার অভিরুচি হাহাহা। একবার কি হইছে যানেন, আমাকে জোর করে ফুটবল খেলায় গোল কিপিং এ রেখেছিল খেলা শেষ হওয়ার আগের ৫মিনিটে গোল খেয়ে হেরেছিলাম। এখন আমি কেন সিগারেট খাই তাইতো! আমি এই কারণেই সিগারেট ধরেছিলাম যেন আমার পরিবার আমার উপর থেকে আস্তা না হারায়। এটা আবার কেমন কথা হলো। মানুষ সিগারেট ছাড়ে বিশ্বাস অর্জন করার জন্য। আর তুমি?? হুম ঠিক তাই আমি এমনই.... আসল রহস্যটা তা অবস্য সবাই জানে, তারপরও বলছি আমার একজন গার্লফ্রেন্ড ছিল সে কিনা আমার মত বেয়াদবকে নিজের থেকেও বেশিই ভালোবাসত। অবস্য তখন আমি বেয়াদব! ছিলাম না। হাসতেছেন তাই তো। কারণ সবাই বলে তার গার্লফ্রেন্ড তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু হ্যা এটাই সৎতি। যে আমার জন্য সবই করত। আমার জন্য সে অনেক বারই বড় ভাইয়ের মাইর পর্যন্ত খেতে পরোয়া করত না। কিন্তু আমার সাথে একটু কিছু হলে মরতে প্রস্থুত। এটা অনেকবারই হয়েছে। আমি তাকে নিয়ে আর একটা গল্পতে লিখব। যদিওবা তাতে শেষ হবে না। তো যাকে আমিও এতটা ভালোবাসি তাকে দুরে সরিয়ে দেওয়া কি এতটাই সোজা। আপনি হলে কি করতেন? নিশ্চই আমার মত দুরে ফেলে দিতেন না। আমি যখন তার সাথে রিলেশন শুরু করি তখন আমি পলিটেকনিক্যালে চতুর্থ সেমিস্টারে পড়ি। আমাদের দুজনেরই পরিবারই জানাজানি হলো আমি যখন ডিপ্লোমা পাশ করলাম তখন। ওর পরিবার থেকে কোন আপত্তি ছিল না কিন্তু একটা কথাই ওর মা আমাকে বলেছিল যে বিয়ে করলে বাবা তোমাকে এখনেই করতে হবে। সেটা আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠছিল না। কারণ আমার ফ্যামিলি তারা রাজি না। আমি অনেক বার ভেবেছিলাম যে আমরা পালিয়ে বিয়ে করব, তার জন্য চাকরি করতে শুরু করলাম কিন্তু পারলাম না। তাদের অবাধ্য হতে। অনেক কষ্টে আমার গার্লফ্রেন্ডকে আমার থেকে দুরে সরিয়ে দিতে শুরু করলাম। তাকে সব খুলে বললাম। সে মানিয়ে নিলেও তার ফ্যামিলি তাতে রাজি হলো না। তার বিয়ে ঠিক করল। তার বিয়েতে আমার উপস্থিত ও থাকতে হলো। এটা যে কতটা কষ্ট যার সাথে এরকমটা হয়েছে একমাত্র সেই শুধু বলতে পারবে। আমি নিজেকে ধরে রাখতে পাড়িনি। সিগারেট খাওয়া শুরু করেছি। আমি তো চাইনি নিজের নামের সাথে বেয়াদব! বয়ে নিয়ে যেতে। আমি বেয়াদব! হয়ে গেছি। আমিও তো মানুষ নাকি আমারও তো নিজেস্ব একটা হৃদয় আছে নাকি। এটা নিয়ে খোটা দেওয়ার কি আছে। আপনারা তো জানতেন না যে আমি সিগারেট খাই। কেউ একজন এসে বলল আর বিশ্বাস করলেন যে আপনার সন্তান মদ, গাজা, হিরোইন সব ধারনের নেশা করে। একটাবার তাকে জিঞ্জাসা করতে পারলেন না যে, সে কেন নেশা করে। আর এসব কিছুর শুরু হয়েছে সেই কবে আজ যখন আমি সেই সিগারেট টাও খাওয়া বাদ দিয়েছি তখন এসে আপনারা বলেন আমি নেশা খোর। আমি বেয়াদব! খুব আশা করে ছিলাম কাল আমি বাড়িতে যাবো কিন্তু এসব কথা শুনার পর মনে হচ্ছে গিয়ে মুখটা কালো করে থাকার চেয়ে এখানে থেকে বেয়াদব! কথাটা শুনাই উত্তম। I miss all ♥♥
0 Comments